সৌজন্যে:-(news18 বাংলা)
মুম্বাই:- পেটা । এমন এক সংস্থার নাম যারা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যায়। তারা আমিষ খাওয়ার ঘোর বিরোধি। বার বার সকলকে ভেজ হয়ে যেতেও অনুরোধ করেন তারা। পৃথিবীর বিরল থেকে বিরলতম জীব থেকে শুরু করে আমাদের রাস্তার কুকুর সকলকে নিয়েই পেটা তাদের কাজ করে।👇👇👇
পেটা চামড়ার ব্যাগ, বেল্ট, জুতো এসব কিছুর ঘোর বিরোধী। তারা বহুদিন ধরে এই সব কিছুর বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ গড়ে তুলেছে। এবার পেটা তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছেন সানি লিওনকে। সানি লিওনকে তারা তাদের এই প্রচারের মডেল হিসেবে বেছেছেন। একটি অ্যাড তারা সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে সানির পিঠ থেকে টেনে খুলে নেওয়া হচ্ছে চামড়া। কাতর মুখে আর্জি জানাচ্ছেন অভিনেত্রী। এই ছবিটি সানি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
No comments:
Post a Comment