Followers

10 February 2020

নাইট ডিউটি করে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার

স্থানীয় সূত্রে জানা যায় সুরুলিয়া এলাকায় একটি ট্রাক নয়ানজুলিতে উল্টে যায় । উল্টে যাওয়া ট্রাকের তলায় চাপা পড়ে এক সাইকেল আরােহী । পাশে সাইকেল পড়ে থাকা দেখে স্থানীয়রা অনুমান করে এবং বেলডাঙ্গা থানায় খবর দেয় । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেলডাঙা থানায় নিয়ে আসে । পরিবার সূত্রে জানা যায় মৃত হায়দার আলী পেশায় | সিভিক পুলিশের কাজ করত বেলডাঙ্গা থানায় | এদিন ডিউটি সেরে বাড়ি যাওয়ার পথে ঘটনাটি ঘটে । দুটি বাচ্চা সহ ছয়জনের পরিবারে একমাত্র ইনকামি ছিল হায়দার আলী । তার এই অকাল মৃত্যুতে হতাশায় ভেঙে পড়েছে পুরাে পরিবার । সহকর্মীকে হারিয়ে বেলডাঙা থানার সিভিক পুলিশদের মধ্যে একটি শােকের ছায়া নেমে আসে ।

No comments:

Post a Comment

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...