বৃহস্পতিবার আদালতে শুনানির সময় দোষী বিনয় শর্মার আইনজীবী এপি সিং কোর্টে জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর জেরে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বিনয় তাই তার ফাঁসি দেওয়া যায় না ৷ এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মানসিক হাসপাতালে বিনয়কে পাঠিয়েছে এবং তার জন্য বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হয় ৷👇👇👇👇
আইনজীবীর তরফে দাবি করা হয় যে কোনও ব্যক্তিকে মানসিক হাসপাতালে তখনই পাঠানো হয় যখন তার মানসিক অবস্থা ঠিক নেই ৷ এরকম পরিস্থিতিতে ফাঁসি দেওয়া যায় না ৷
No comments:
Post a Comment