আজ, শনিবার রাজধানীতে চলছে ভোটগ্রহণপর্ব ৷ ঠিক তার আগের রাতেই উত্তর-পশ্চিম দিল্লির একটি মেট্রো স্টেশনের সামনে এক মহিলা পুলিশ কর্মীকে গুলি করে মারল দুষ্কৃতীরা ৷
নিহত মহিলা পুলিশকর্মীর নাম প্রীতি আহলাওয়াত বলে জানা গিয়েছে ৷ তিনি পূর্ব দিল্লির পতপরগঞ্জ শিল্পাঞ্চলের পুলিশ স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ৷ খুনের ঘটনাটি ঘটেছে রোহিনির এক মেট্রো স্টেশনের সামনে ৷ নিহত পুলিশকর্মীর বয়স ২৬ বলে জানিয়েছে পুলিশ শুক্রবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন সাব-ইনস্পেকটর প্রীতি ৷ তখনই তাঁর উপর হামলা হয় ৷ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় ৷ সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছে পুলিশ ৷ তাদের খোঁজ চলছে ৷ হরিয়ানার মেয়ে প্রীতি ২০১৮-তে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন ৷
No comments:
Post a Comment