বিদ্যুৎ পরিষেবায় এবার আসতে চলেছে স্মার্ট প্রিপেড মিটার। এই স্মার্ট প্রিপেড মিটার আসার পর আর বিদ্যুৎ কর্মীদের আপনার বাড়িতে এসে মিটারের রিডিং দেখে বিল তৈরি করতে হবে না। বরং এই স্মার্ট প্রিপেড মিটারের মাধ্যমে আপনাকে বিদ্যুৎ পরিষেবা নিতে হলে আগে থেকে প্রিপেড মোবাইলের মতো রিচার্জ করতে হবে।যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ চলবে বিদ্যুৎ পরিষেবা, ব্যালেন্স শেষ হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে পরিষেবা। তবে ব্যালেন্স শেষ হওয়ার আগে মোবাইলে রিচার্জের ক্ষেত্রে যেমন অ্যালার্ট পাঠানোর মতো এখানেও পাঠানো হবে অ্যালার্ট।👇👇👇
ইতিমধ্যেই ১০ লক্ষ মিটারর বসানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ পরিবহন দফতর ,বাড়িতে না থাকলেও দিতে হবেনা বাড়তি টাকা ৷ প্রিপেড যাঁরা টাকা দিয়ে দেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যাই আর থাকবেনা
Nice
ReplyDelete