Followers

27 February 2020

আসছে নতুন বিদ্যুতের মিটার, মোবাইলের মতই রিচার্জ পদ্ধতি,এক ধাক্কায় বিল কমবে অনেকটাই!

বিদ্যুৎ পরিষেবায় এবার আসতে চলেছে স্মার্ট প্রিপেড মিটার। এই স্মার্ট প্রিপেড মিটার আসার পর আর বিদ্যুৎ কর্মীদের আপনার বাড়িতে এসে মিটারের রিডিং দেখে বিল তৈরি করতে হবে না। বরং এই স্মার্ট প্রিপেড মিটারের মাধ্যমে আপনাকে বিদ্যুৎ পরিষেবা নিতে হলে আগে থেকে প্রিপেড মোবাইলের মতো রিচার্জ করতে হবে।যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ চলবে বিদ্যুৎ পরিষেবা, ব্যালেন্স শেষ হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে পরিষেবা। তবে ব্যালেন্স শেষ হওয়ার আগে মোবাইলে রিচার্জের ক্ষেত্রে যেমন অ্যালার্ট পাঠানোর মতো এখানেও পাঠানো হবে অ্যালার্ট।👇👇👇
ইতিমধ্যেই ১০ লক্ষ মিটারর বসানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ পরিবহন দফতর ,বাড়িতে না থাকলেও দিতে হবেনা বাড়তি টাকা ৷ প্রিপেড যাঁরা টাকা দিয়ে দেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যাই আর থাকবেনা 
সারাদেশে বাড়ি বাড়ি স্মার্ট প্রিপেড মিটার বসে যাওয়ার পর বিদ্যুতের খরচ কমবে বলেই মনে করা হচ্ছে, যেহেতু এখানে রিডিং দেখা, বিল তৈরি করা ও বিল কালেকশন করার মত বাড়তি ঝঞ্ঝাট ও খরচ থাকছে না।

1 comment:

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...