Followers

04 March 2020

ভারতে নতুন করে ১৫ জনের দেহে মিলল করোনা ভাইরাস !

ভারতে করোনা আতঙ্ক। ইতালি থেকে ভারতে ঘুরতে আসা ১৫ পর্যটকের দেহে করনোর সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ ইতালিতে করোনা ভাইরাসের একাধিক মামলা সামনে এসেছে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার জয়পুরে এসেছিল ইতালীয় পর্যটকের দল ৷ ২১ জনের দলের ১৫ জনই করোনা আক্রান্ত ৷ ১৫ জন থাকবেন ITBP-র আইসোলেশনে ৷AIIMS এ সমস্ত পর্যটকদের পরীক্ষা করা হয়েছে ৷ ২১ জনের মধ্যে ১৫ জনের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে ৷
সোমবার দুই ভারতীর দেহে মেলে করোনা। দিল্লি ও হায়দরাবাদে মেলে করোনা সংক্রমণ। মঙ্গলবার জয়পুরে ঘুরতে আসা ইতালিয় এক পর্যটকের দেহে মেলে করোনা সংক্রমণ। এরপরই পর্যটকদের পুরো দলটিকে আইসোলেশন ওয়ার্ডে পরীক্ষা করা হয়। সেখানেই আরও পনেরো জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ।

No comments:

Post a Comment

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...