Followers

08 February 2020

আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল ।


অটোমেটিক সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল । শিয়ালদহ মেন শাখায় সিগন্যালিং কাজের জন্য বাতিল থাকবে প্রায় তিনশো লোকাল ট্রেন ৷ এর ফলে দুর্ভোগ পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের ৷ রবিবার দুপুর ১২টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চলবে সিগন্যালিংয়ের কাজ ৷ তারপরই স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা ৷
শিয়ালদহ নর্থ জানিয়েছে, এই আটদিন বাতিল থাকবে আপ ও ডাউন মিলিয়ে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল,  ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বেশ কিছু ট্রেন ৷ শুধু লোকাল নয়, ব্যাহত হবে এক্সপ্রেস ট্রেন পরিষেবাও ৷ এই সময়ের মধ্যে কলকাতা-পটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস চলবে ঘুরপথে ৷

No comments:

Post a Comment

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...