Followers

05 March 2020

২০ মার্চ ভাের সাড়ে পাঁচটায় ফাসি হবে নির্ভয়াকাণ্ডে চার অপরাধীর

নতুন দিল্লি , ৫ মার্চ : নির্ভয়াকাণ্ডে ( Nirbhaya case ) চার অপরাধীর ফাসির দিন ও সময় স্থির করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট । আজ নতুন করে মৃত্যু পরােয়ানা জারি করে আদালত । ২০ মার্চ ভাের সাড়ে পাঁচটায় চার অপরাধীর ফাঁসি কার্যকর হবে । গতকালই তিহার জেল কর্তৃপক্ষ নতুন করে মৃত্যু পরােয়ানা জারির আবেদন করে । গতকালই অপরাধী পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( President Ram | Nath Kovind ) । আগেই বিনয় , মুকেশ ও অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি । এর আগে মঙ্গলবার সকাল ৬টায় ফাসি হওয়ার কথা ছিল পবনসহ চার অপরাধীর ।তবে তার ঠিক কয়েক ঘণ্টা আগে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট । চার অপরাধীর ফাসিতে স্থগিতাদেশের আবেদন সােমবার খারিজ করে দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট । সুপ্রিম কোর্ট কিউরেটিভ পিটিশনের আবেদন খারিজ করার পর সােমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করে পবন গুপ্তা । তার ভিত্তিতেই ফাসিতে স্থগিতাদেশ চেয়ে ফের । আদালতের দ্বারস্থ হন ধর্ষকদের আইনজীবী এপি সিং । গত ১৭ জানুয়ারি ১ ফেব্রুয়ারি ফাসির জন্য মৃত্যু পরােয়ানা জারি করেছিল আদালত । তবে ৩১ জানুয়ারি সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দায়রা আদালতই । সব দোষী সমস্ত আইনি বিকল্প ব্যবহারের সুযােগ পাননি বলে । এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল । ২০১২ সালে নির্ভয়াকাণ্ডে দোষীসাব্যস্ত চার দণ্ডিত মুকেশ সিং , বিনয় শর্মা , অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তার মধ্যে পবন বাদে বাকি তিনজনই সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছিল । ৫ফেব্রুয়ারি এক শুনানিতে সব দোষীকেই এক সপ্তাহের মধ্যে আইনি বিকল্পের আবেদন করতে বলেছিল । তবে সে সময় কোনও আবেদন করেনি পবন । গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডাদেশের পুনর্বিবেচনার আর্জি করে পবন । সােমবার সেই আর্জি খারিজও করে শীর্ষ আদালত । এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা জানায় পবন । তার আর্জির পর পরই নিম্ন আদালতে ফাসি পিছনাের আর্জি করেন পবনের আইনজীবী । আর পরবর্তী নির্দেশ পর্যন্ত ফাসিতে স্থগিতাদেশ দেয় আদালত ।

No comments:

Post a Comment

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...