রাজনীতি থেকে বিনোদন, বলি থেকে টলি, রান্নার রেসিপি থেকে রূপ চর্চ্চা, স্বাস্থ থেকে খেলার মাঠ, সরকারি ও বেসরকারীর সমস্ত চাকরির খবর সবার প্রথম পেতে "নতুন সকাল" সাথে যুক্ত থাকুন...
Followers
27 February 2020
আসছে নতুন বিদ্যুতের মিটার, মোবাইলের মতই রিচার্জ পদ্ধতি,এক ধাক্কায় বিল কমবে অনেকটাই!
26 February 2020
দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, ভয়ে বাড়ি ফিরছেন বাঙালি শ্রমিকরা
25 February 2020
মৃত্যু ছুঁয়েছে ২০, সেনা নামানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। সেনা নামানোর কথা বললেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
বুধবার সকালে তিনি ট্যুইটারে লিখেছেন, যে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি আর্জি জানাবেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই চাইছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, সারা রাত ধরে পুলিশ সহ অনেকের সঙ্গেই যোগাযোগ রেখেছেন তিনি। পরিস্থিতি যে আশঙ্কার, সেকথাও উল্লেখ করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘পুলিশ সবরকম চেষ্টা সত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’ তাই সেনা নামানোর কথা বলেছেন তিনি। পাশাপাশি, অন্যান্য জায়গাতেও কার্ফু জারি করার কথা বলেছেন তিনি।
এদিন সকালেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত প্রায় ২০০। বেশির ভাগেরই গুলিতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।👇👇👇
মঙ্গলবারই দিল্লির মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়াল নগরে কার্ফু জারি প্রশাসনের৷ নামানো হয়েছে ৩৫ কোম্পানি প্যারামিলিটারিও।
মঙ্গলবার সন্ধেয় নতুন করে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা অশান্ত হয়ে ওঠে৷ চাঁদবাগে সিএএ ও এনআরসির প্রতিবাদে পথে নামেন মানুষ৷ অনেককে লোহার রড, লাঠি নিয়েও দাপাদাপি করতে দেখা যায়৷ উল্টোদিকে, আন্দোলন দমনের নামেও কয়েকশো লোক জড়ো হয় এলাকায়৷ মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে৷ এরই মধ্যে রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ শুরু করে কয়েকজন৷ পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভ তুলে দেয়৷
দিল্লিবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ রাজধানীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন কেজরিওয়াল৷ দিল্লির যে এলাকাগুলিতে অশান্তি ছড়িয়েছে সেই এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাইরে থেকে কেউ ঢুকে যাতে দিল্লির পরিস্থিতি আরও উত্তপ্ত করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন কেজরিওয়াল৷
24 February 2020
১৮-তেও আর ধূমপান নয়, নয়া নিয়ম আনছে মোদী সরকার
জানা গিয়েছে, তামাক সেবনের আইনত বয়স নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তামাক সেবনের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছে লিগাল সাব গ্রুপ।
লিগাল কমিটি রিপোর্টে শুধু তামাক সেবনের বয়স বৃদ্ধির কথাই বলেনি, জরিমানার পরিমান বাড়ানোর কথাও বলা হয়েছে।
রিপোর্ট আরও বলা হয়েছে ২১ বছরের কম বয়সীদের দোকানেও তামাক জাত দ্রব্য কিনতে পাঠানে পারবেন না বাবারা। নিষিদ্ধ এলাকায় ধূমপানে ২০০ টাকা জরিমানা করা হয়ে থাকে। সেই জরিমানার পরিমান বাড়িয়ে ১০০০ টাকা করার কথা বলা হয়েছে রিপোর্ট।👇👇👇
সার্ভে রিপোর্ট অনুযায়ী, স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা ক্রমশ বাড়ছে। অনেকেই ফ্যাশন স্টেটমেন্ট ধরে নিয়ে ধূমপান করছেন। কেউ আবার চাপ সামলাতে না পেরে ধূমপান করছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্ভে বলছে, বর্তমানে পুরুষদের ১৯ শতাংশ, মহিলাদের ২ শতাংশ ধূমপান করেন।
15 February 2020
মর্মান্তিক !বিয়ের আসরে ' তেরে বাঁহাে মে মর যায়ে হাম ' গানে নাচার সময়েই মৃত্যু যুবকের
স্মৃতি কি !
সততই সুখের , না বােধহয় দুঃখও মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ সম্প্রতি সােশ্যাল মিডিয়ায় পুরনাে এক ভিডিও একেবারে মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য ফিরে এসেছে ।এই মুহূর্তে সােশ্যাল মিডিয়া ফের একবার ট্রেন্ডিং সেই ভিডিও ।ঘটনাটি ২০১৮ - র রাজস্থানের বিকানেরের জাসােল এলাকার এই ভিডিও l
বিভিন্ন বিয়েবাড়িতে নাচ এখন একটা অবিচ্ছেদ্য অঙ্গ ।কখনাে বিয়ের গান কখনও আবার রােমান্টিক গান - এই সবেতেই নাচ করা হয় বিয়ের আসরে ।সেখানে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য চলে ট্রেনিং - প্র্যাকটিশও ।সেরকমই এক আসরে নাচার জন্য তৈরি হয়েছিলেন দম্পতি ।
14 February 2020
বলি অভিনেত্রীর পিঠ থেকে টেনে খুলে নেওয়া হচ্ছে চামড়া ! বানানো হবে ব্যাগ ! ভাইরাল ছবি
সৌজন্যে:-(news18 বাংলা)
মুম্বাই:- পেটা । এমন এক সংস্থার নাম যারা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যায়। তারা আমিষ খাওয়ার ঘোর বিরোধি। বার বার সকলকে ভেজ হয়ে যেতেও অনুরোধ করেন তারা। পৃথিবীর বিরল থেকে বিরলতম জীব থেকে শুরু করে আমাদের রাস্তার কুকুর সকলকে নিয়েই পেটা তাদের কাজ করে।👇👇👇
পেটা চামড়ার ব্যাগ, বেল্ট, জুতো এসব কিছুর ঘোর বিরোধী। তারা বহুদিন ধরে এই সব কিছুর বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ গড়ে তুলেছে। এবার পেটা তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছেন সানি লিওনকে। সানি লিওনকে তারা তাদের এই প্রচারের মডেল হিসেবে বেছেছেন। একটি অ্যাড তারা সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে সানির পিঠ থেকে টেনে খুলে নেওয়া হচ্ছে চামড়া। কাতর মুখে আর্জি জানাচ্ছেন অভিনেত্রী। এই ছবিটি সানি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
13 February 2020
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।
প্রবল মানসিক চাপে ভুগছে নির্ভয়াকাণ্ডে দোষী বিনয়, দাবি আইনজীবীর
‘বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে’ ফের হুঙ্কার দিলীপ ঘোষের
দিল্লির রেজাল্টের পরের দিনই বাংলায় সিএএ-এর সমর্থনে পথে নেমেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই পদযাত্রা থেকেই রীতিমতো হুঁশিয়ারি মেশানো সুরে তিনি আওয়াজ দিলন, ‘এই বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে, বন্দে মাতরম শোনা যাবে। সেই দিন আসছে।’
12 February 2020
প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য প্রতি মিনিটে খরচ হয় ১১ হাজার টাকা, দিনে দেড় কোটি
উল্লেখ্য, আগে এসপিজি নিরাপত্তা পেতেন চার জন। গত বছরের নভেম্বরে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়। গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয়েছিল বলে সূত্রের খবর। প্রত্যেক দিনই নাকি নিয়ম ভাঙা হয়।👇👇👇
11 February 2020
১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মা, পরিণতি মর্মান্তিক
আত্মঘাতী প্রেমিকের নাম জয়ন্ত সিং। বয়স ২৪ বছর। বাড়ি ভাতারের খেড়ুর গ্রামের পালপাড়ায়। জানা গিয়েছে, অবিবাহিত জয়ন্ত সিংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে গড়ে উঠেছিল পম্পা রায়ের।👬 পাশের গ্রাম ছাদনি পশ্চিমপাড়ার বাসিন্দা পম্পা বয়সে জয়ন্তের থেকে ১১ বছরের বড়। ৩৫ বছরের বিবাহিতা পম্পা রায়ের এক ছেলে ও এক মেয়েও আছে।👩👦👦👇👇👇👇
এই নিয়ে বেশ কিছুদিন ধরেই যুগলের মধ্যে টানাপোড়েন চলছিল। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি ঘটে। জয়ন্ত সিংয়ের সঙ্গে সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাইছিলেন না পম্পা রায়। মেলামেশা বন্ধ করে দেন তিনি। অভিযোগ, এরপরই সোমবার সন্ধ্যায় তাঁকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান জয়ন্ত। ডেকে নিয়ে গিয়ে পম্পাকে শ্বাসরোধ করে খুনের পর, দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।👇👇👇
তারপরই নিজেও আত্মঘাতী হন জয়ন্ত সিং। এদিন সকালে পুকুরে পম্পা রায়ের দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। অন্যদিকে বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় জয়ন্ত সিংয়ের ঝুলন্ত দেহ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিস। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডবল ধামাকা কেজরিওয়ালের ঘরে, কেক কাটলেন স্ত্রী-র সঙ্গে
10 February 2020
নাইট ডিউটি করে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার
৭৫ ইউনিট বিদ্যুৎ ফ্রী করল রাজ্য সরকার
রাজ্যে বিদ্যুতের বিল এবং পরিষেবা নিয়ে
সাধারণ মানুষের মধ্যে অভিযোগের অন্ত নেই। বিরোধী শিবিরের দাবি, এরাজ্যে বিদ্যুতের বিল দেশের অনেক রাজ্যের তুলনায় অনেকটা বেশি। বিরোধীদের দাবি, এরাজ্যে বিদ্যুতের মাশুল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি। এ নিয়ে রাস্তায় নেমেও আন্দোলন করেছে বিজেপি। দ্বিতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এবার এই ইস্যুতে নজর দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। গরিব এ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর থেকে বিদ্যুৎ বিলের এই বোঝা কমাতে বড়সড় ঘোষণা করলেন তিনি
বাজেট বক্তৃতায় অমিত মিত্র বলেন, “গত ৮ বছরে আমরা রাজ্যে ৯৯.৯ শতাংশ বৈদ্যুতিকরণের মাধ্যমে উপভোক্তাকে বিদ্যুৎ সংযোগের আওতায় এনেছি। এছাড়া গরিব মানুষদের কম দামে বিদ্যুৎ সরবরাহ করেছি। কিন্তু, এঁদের মধ্যে যাঁরা অত্যন্ত গরিব, তাঁদের কম দাম সত্ত্বেও বিদ্যুতের খরচ মেটাতে খুব অসুবিধায় পড়তে হয়। এই ধরনের মানুষের সাহায্যের জন্য ‘হাসির আলো’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করছি।”
কিন্তু, কী আছে এই ‘হাসির আলো’তে? অমিত মিত্রর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্প গ্রামীণ বা শহরাঞ্চলে অত্যন্ত গরিব যাঁরা তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অর্থমন্ত্রী অমিত মিত্রর দাবি, এই প্রকল্পের ফলে অন্তত ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। এর জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা আর্থিক বরাদ্দ ঘোষণা করেছে।
প্রশ্ন হল, যাঁরা মাসে ৭৫ ইউনিটের বেশি খরচ করেন, তাঁদের জন্য কি আদৌ কোনও সুবিধা থাকছে। এখনও পর্যন্ত উত্তর, ‘না’। স্বাভাবিকভাবেই অর্থমন্ত্রীর এই ঘোষণায় মধ্যবিত্তের কোনও উপকার হবে না। কারণ, অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে থাকেন।
09 February 2020
08 February 2020
কলা পাতা থেকে বিদ্যুৎ তৈরি,ভাগলপুরের এই ছাত্র, ডাক NASA থেকে
গোপাল তখন দশম শ্রেণীর ছাত্র। এক অসাধারণ আবিষ্কারে পুরস্কার পেয়েছিল সে। ফেলে দেওয়া কলা পাতা কিংবা কলা গাছের কাণ্ড থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে ভাগলপুরের গোপাল জি। জ্বালাতে পারে আলো। তাঁর একের পর এক আবিস্কারের গল্প এখন এখনও দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে গিয়েছে। কিন্তু, দেশের জন্য কাজ করতেই বেশি উৎসাহী ১৯ বছরের এই ছাত্র।
বর্তমানে সে শুধু একজন গবেষক হিসেবেই পরিচিত নয়, তাঁকে বিভিন্ন জায়গায় উৎসাহমূলক বক্তৃতা দেওয়ার জন্যও নিয়ে যাওয়া হয়। তার হাতে দুটি আবিস্কারের পেটেন্টও রয়েছে। স্কুলে থাকতেই তার এইসব আবিষ্কার তাক লাগিএ দিয়েছিল অনেককে। আপাতত বি টেক পড়ছে সে।
আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল ।
07 February 2020
গুলি করে হত্যা মহিলা পুলিশ অফিসারকে !
অবশেষে করোনাভাইরাস টিকা আবিষ্কার
চিনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাঁদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গতসপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।
অস্ট্রেলিয়ার গবেষণাগারের Dangerous Pathogens দলের নেতৃত্বে রয়েছে এসএস ভাসন। তিনি বলেন,''দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তাঁরা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।'' জানা গিয়েছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের।
মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক
সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...
-
নয়াদিল্লি: ধূমপান তথা তামাক সেবন নিয়ে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। বর্তমানে ১৮ বছর বয়স থেকে আইনত তামাক সেবন করা যায়।...