Followers

27 February 2020

আসছে নতুন বিদ্যুতের মিটার, মোবাইলের মতই রিচার্জ পদ্ধতি,এক ধাক্কায় বিল কমবে অনেকটাই!

বিদ্যুৎ পরিষেবায় এবার আসতে চলেছে স্মার্ট প্রিপেড মিটার। এই স্মার্ট প্রিপেড মিটার আসার পর আর বিদ্যুৎ কর্মীদের আপনার বাড়িতে এসে মিটারের রিডিং দেখে বিল তৈরি করতে হবে না। বরং এই স্মার্ট প্রিপেড মিটারের মাধ্যমে আপনাকে বিদ্যুৎ পরিষেবা নিতে হলে আগে থেকে প্রিপেড মোবাইলের মতো রিচার্জ করতে হবে।যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ চলবে বিদ্যুৎ পরিষেবা, ব্যালেন্স শেষ হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে পরিষেবা। তবে ব্যালেন্স শেষ হওয়ার আগে মোবাইলে রিচার্জের ক্ষেত্রে যেমন অ্যালার্ট পাঠানোর মতো এখানেও পাঠানো হবে অ্যালার্ট।👇👇👇
ইতিমধ্যেই ১০ লক্ষ মিটারর বসানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ পরিবহন দফতর ,বাড়িতে না থাকলেও দিতে হবেনা বাড়তি টাকা ৷ প্রিপেড যাঁরা টাকা দিয়ে দেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যাই আর থাকবেনা 
সারাদেশে বাড়ি বাড়ি স্মার্ট প্রিপেড মিটার বসে যাওয়ার পর বিদ্যুতের খরচ কমবে বলেই মনে করা হচ্ছে, যেহেতু এখানে রিডিং দেখা, বিল তৈরি করা ও বিল কালেকশন করার মত বাড়তি ঝঞ্ঝাট ও খরচ থাকছে না।

26 February 2020

দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, ভয়ে বাড়ি ফিরছেন বাঙালি শ্রমিকরা



ভয়ে শুকিয়ে গিয়েছে মুখ। চোখে  স্পষ্ট আতঙ্ক। প্রাণভয়ে দিল্লি ছাড়ছেন বাংলার  শ্রমিকরা। বেতন বাকি, হাতে টাকা নেই, তাতে কি প্রাণ তো বাঁচাতে হবে! অশান্ত কর্দমপুরীতে মালদহ থেকে কাজে যাওয়া শ্রমিকদের  ঘরে ফেরার লাইন। বুধবার প্রধানমন্ত্রী শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও থামছে না হিংসা। রাতেও কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এসেছে। এখনও পর্যন্ত হিংসায় মৃতের সংখ্যা ২৭। আহত দুশো ছাড়িয়েছে। 👇👇👇

সন্তানের লেখাপড়া-বাবা-মায়ের চিকিত্সা। মাথার ওপর অনেক চাপ। দুটো বাড়তি রোজগারের আশাতেই দিল্লি যাওয়া। তবে সে সব স্বপ্নে আপাতত ছেদ। প্রাণ বাঁচাতে ঘরে ফিরছেন বাঙালি শ্রমিকরা। রাজধানীর ঝাঁ চকচকে  গণ্ডি ছাড়িয়ে এই কর্দমপুরী। খেটে খাওয়া আম জনতার বাস। সেখানে আগুন-গুলি, পাথর বৃষ্টির লড়াই। এখন ১৪৪ ধারা, কারফিউ। কার ভরসায় এখানে পড়ে থাকবেন শ্রমিকরা। ৭২  ঘণ্টায় বড্ড বদলে গিয়েছে কর্দমপুরী। খুল্লমখুল্লা তাণ্ডবের সাক্ষী অলিগলি। রাজপথ  শুনশান। তবে অলি গলি থেকে এখন ভেসে আসছে আতঙ্কের আর্তনাদ! 👇👇👇
সকালে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন, শান্তি ও সম্প্রীতি দেশের মূল ভিত্তি। দিল্লির ভাই ও বোনেদের শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন করেছেন তিনি। বলেছেন,''দিল্লিতে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনাই এখন সবার আগে গুরুত্বপূর্ণ।''👇👇👇
উত্তর-পূর্ব দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হয়েছে অজিত দোভাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন শুরু করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুপুরে পৌঁছে যান হিংসাগ্রস্ত মৌজপুরে। অলিগলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি পুলিসের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব। অজিত দোভাল সাংবাদিকদের বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মেনে এসেছি। পুলিস নিজের কাজ করছে। সাধারণ মানুষ একসঙ্গে থাকতে চান। কোনও শত্রুতা নেই। কয়েকজন দুষ্কৃতী হিংসা ছড়াচ্ছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে।''

25 February 2020

মৃত্যু ছুঁয়েছে ২০, সেনা নামানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। সেনা নামানোর কথা বললেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

বুধবার সকালে তিনি ট্যুইটারে লিখেছেন, যে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি আর্জি জানাবেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই চাইছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সারা রাত ধরে পুলিশ সহ অনেকের সঙ্গেই যোগাযোগ রেখেছেন তিনি। পরিস্থিতি যে আশঙ্কার, সেকথাও উল্লেখ করেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘পুলিশ সবরকম চেষ্টা সত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’ তাই সেনা নামানোর কথা বলেছেন তিনি। পাশাপাশি, অন্যান্য জায়গাতেও কার্ফু জারি করার কথা বলেছেন তিনি।

এদিন সকালেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত প্রায় ২০০। বেশির ভাগেরই গুলিতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।👇👇👇

মঙ্গলবারই দিল্লির মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়াল নগরে কার্ফু জারি প্রশাসনের৷ নামানো হয়েছে ৩৫ কোম্পানি প্যারামিলিটারিও।

মঙ্গলবার সন্ধেয় নতুন করে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা অশান্ত হয়ে ওঠে৷ চাঁদবাগে সিএএ ও এনআরসির প্রতিবাদে পথে নামেন মানুষ৷ অনেককে লোহার রড, লাঠি নিয়েও দাপাদাপি করতে দেখা যায়৷ উল্টোদিকে, আন্দোলন দমনের নামেও কয়েকশো লোক জড়ো হয় এলাকায়৷ মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে৷ এরই মধ্যে রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ শুরু করে কয়েকজন৷ পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে বিক্ষোভ তুলে দেয়৷
দিল্লিবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ রাজধানীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন কেজরিওয়াল৷ দিল্লির যে এলাকাগুলিতে অশান্তি ছড়িয়েছে সেই এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাইরে থেকে কেউ ঢুকে যাতে দিল্লির পরিস্থিতি আরও উত্তপ্ত করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন কেজরিওয়াল৷

24 February 2020

১৮-তেও আর ধূমপান নয়, নয়া নিয়ম আনছে মোদী সরকার

নয়াদিল্লি: ধূমপান তথা তামাক সেবন নিয়ে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। বর্তমানে ১৮ বছর বয়স থেকে আইনত তামাক সেবন করা যায়। এবার সেই নিয়মেই বদল আনার পরিকল্পনা চলছে।👇👇👇

জানা গিয়েছে, তামাক সেবনের আইনত বয়স নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তামাক সেবনের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছে লিগাল সাব গ্রুপ।

লিগাল কমিটি রিপোর্টে শুধু তামাক সেবনের বয়স বৃদ্ধির কথাই বলেনি, জরিমানার পরিমান বাড়ানোর কথাও বলা হয়েছে।

রিপোর্ট আরও বলা হয়েছে ২১ বছরের কম বয়সীদের দোকানেও তামাক জাত দ্রব্য কিনতে পাঠানে পারবেন না বাবারা। নিষিদ্ধ এলাকায় ধূমপানে ২০০ টাকা জরিমানা করা হয়ে থাকে। সেই জরিমানার পরিমান বাড়িয়ে ১০০০ টাকা করার কথা বলা হয়েছে রিপোর্ট।👇👇👇

সার্ভে রিপোর্ট অনুযায়ী, স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা ক্রমশ বাড়ছে। অনেকেই ফ্যাশন স্টেটমেন্ট ধরে নিয়ে ধূমপান করছেন। কেউ আবার চাপ সামলাতে না পেরে ধূমপান করছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্ভে বলছে, বর্তমানে পুরুষদের ১৯ শতাংশ, মহিলাদের ২ শতাংশ ধূমপান করেন।

15 February 2020

মর্মান্তিক !বিয়ের আসরে ' তেরে বাঁহাে মে মর যায়ে হাম ' গানে নাচার সময়েই মৃত্যু যুবকের

সৌজন্যে:- news18 বাংলা/Dailyhun         

স্মৃতি কি !

সততই সুখের , না বােধহয় দুঃখও মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ সম্প্রতি সােশ্যাল মিডিয়ায় পুরনাে এক ভিডিও একেবারে মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য ফিরে এসেছে ।এই মুহূর্তে সােশ্যাল মিডিয়া ফের একবার ট্রেন্ডিং সেই ভিডিও ।ঘটনাটি ২০১৮ - র রাজস্থানের বিকানেরের জাসােল এলাকার এই ভিডিও l


বিভিন্ন বিয়েবাড়িতে নাচ এখন একটা অবিচ্ছেদ্য অঙ্গ ।কখনাে বিয়ের গান কখনও আবার রােমান্টিক গান - এই সবেতেই নাচ করা হয় বিয়ের আসরে ।সেখানে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য চলে ট্রেনিং - প্র্যাকটিশও ।সেরকমই এক আসরে নাচার জন্য তৈরি হয়েছিলেন দম্পতি ।

14 February 2020

বলি অভিনেত্রীর পিঠ থেকে টেনে খুলে নেওয়া হচ্ছে চামড়া ! বানানো হবে ব্যাগ ! ভাইরাল ছবি


সৌজন্যে:-(news18 বাংলা)

   মুম্বাই:-  পেটা । এমন এক সংস্থার নাম যারা নিজেদের সব কিছু দিয়ে শুধু মাত্র জীবজন্তুদের জন্য লড়াই চালিয়ে যায়। তারা আমিষ খাওয়ার ঘোর বিরোধি। বার বার সকলকে ভেজ হয়ে যেতেও অনুরোধ করেন তারা। পৃথিবীর বিরল থেকে বিরলতম জীব থেকে শুরু করে আমাদের রাস্তার কুকুর সকলকে নিয়েই পেটা তাদের কাজ করে।👇👇👇


পেটা চামড়ার ব্যাগ, বেল্ট, জুতো এসব কিছুর ঘোর বিরোধী। তারা বহুদিন ধরে এই সব কিছুর বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ গড়ে তুলেছে। এবার পেটা তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছেন সানি লিওনকে। সানি লিওনকে তারা তাদের এই প্রচারের মডেল হিসেবে বেছেছেন। একটি অ্যাড তারা সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে সানির পিঠ থেকে টেনে খুলে নেওয়া হচ্ছে চামড়া। কাতর মুখে আর্জি জানাচ্ছেন অভিনেত্রী।  এই ছবিটি সানি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।

13 February 2020

আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

রাত মানে গভীর নেশা,
স্বপ্ন দেখার আশা । 😇💭
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালবাসা ।💖
রাত মানে চোখটি বুজে 
স্মৃতির মোড়ক খোলা ।🧚
রাত মানে তোমাদের
আমার শুভ রাত্রি বলা । ☀️
দিন গেল ফুরিয়ে,🌇
রাত এসেছে দাঁড়িয়ে ।✨
পড়াশোনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,
সপ্ন যেন দেখতে পাই মনের মতন ।👩‍🎤💭

প্রবল মানসিক চাপে ভুগছে নির্ভয়াকাণ্ডে দোষী বিনয়, দাবি আইনজীবীর

নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীরা তাদের ফাঁসি সাজা পিছনোর নতুন নতুন উপায় বের করে চলেছে ৷ দোষী বিনয় শর্মা প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি ৷ এরপর এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কোর্টের দ্বারস্থ হয়ে দোষীর আইনজীবী  জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর সঙ্গে ফাঁসির সাজা তুলে নেওয়ারও আর্জি জানানো হয়েছে আদালতে ৷ শুক্রবার এই বিষয়ে রায় ঘোষণা করবে শীর্ষ আদালত ৷👇👇👇👇

বৃহস্পতিবার আদালতে শুনানির সময় দোষী বিনয় শর্মার আইনজীবী এপি সিং কোর্টে জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর জেরে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বিনয় তাই তার ফাঁসি দেওয়া যায় না ৷ এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মানসিক হাসপাতালে বিনয়কে পাঠিয়েছে এবং তার জন্য বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হয় ৷👇👇👇👇





আইনজীবীর তরফে দাবি করা হয় যে কোনও ব্যক্তিকে মানসিক হাসপাতালে তখনই পাঠানো হয় যখন তার মানসিক অবস্থা ঠিক নেই ৷ এরকম পরিস্থিতিতে ফাঁসি দেওয়া যায় না ৷



‘বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে’ ফের হুঙ্কার দিলীপ ঘোষের

দিল্লি নির্বাচনে আপের কাছে ফের একবার পরাজয়ের মুখ দেখেছে বিজেপি। অনেকেই দাবি করছেন ধর্মীয় মেরুকরণকে গুনে গুনে গোল দিয়েছে কেজরীওয়ালের কাজ। কিন্তু তাও দমতে নারাজ বিজেপি। তারই প্রমাণ মিলল বাংলায়।👇👇👇
দিল্লির রেজাল্টের পরের দিনই বাংলায় সিএএ-এর সমর্থনে পথে নেমেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই পদযাত্রা থেকেই রীতিমতো হুঁশিয়ারি মেশানো সুরে তিনি আওয়াজ দিলন, ‘এই বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে, বন্দে মাতরম শোনা যাবে। সেই দিন আসছে।’

উল্লেখ্য, দিল্লিতে ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ বুধবার জলপাইগুড়িতে সিএএ-এর সমর্থনে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গ তোলেন তিনি। একই সঙ্গে ছত্রধর মাহাতোর তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বঙ্গ বিজেপির সভাপতি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতার আত্মবিশ্বাস নেই, তাই জেল থেকে চুল পড়ে যাওয়া কাউকে ছাড়িয়ে আনতে হয়েছে।’

তবে দিলীপ ঘোষের এই আক্রমণের জবাব দিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘ওনার কথা কোনও দাম নেই। পাগলে কিনা বলে!’

রাজনৈতিক ওয়াকিবহল মহল মনে করছে, দিল্লির মতো বাংলাতেও ধর্মীয় মেরুকরণকেই তাস হিসেবে দেখছে বিজেপি। কিন্তু দিল্লি নির্বাচনের ফলাফল নিঃসন্দেহে চাপে রেখেছে বিজেপিকে। ফলে বাংলার জন্য আলাদা কোনও পরিকল্পনা বিজেপি নেয় কিনা সেটাই এখন দেখার।

12 February 2020

প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য প্রতি মিনিটে খরচ হয় ১১ হাজার টাকা, দিনে দেড় কোটি

নয়াদিল্লি: বাজেটেই বেড়ে গিয়েছে মোদীর নিরাপত্তার খরচ। অনেকটাই বেড়ে গিয়েছে সেই খরচ। কারণ আপাতত দেশে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পান এসপিজি নিরাপত্তা। আর সেই এসপিজি খাতে একধাক্কায় বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই।👇👇👇


সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রীকে এই সংক্রান্ত প্রশ্ন করেছেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। তিনি জানতে চেয়েছেন যে দেশে এই মুহূর্তে কারা কারা এসপিজি ও কারা সিআরপিএফ নিরাপত্তা পান।
উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কৃষ্ণন জানিয়েছেন, বর্তমানে দেশে একজনই এসপিজি নিরাপত্তা পান। নাম বলেননি তিনি। সিআরপিএফ কারা পান, সেই হিসেবও দেননি তিনি। তবে জানিয়েছেন বর্তমানে দেশে ৫৬ জন ব্যক্তিকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হয়।👇👇👇
এবার বাজেটে এসপিজি-তে বরাদ্দ বাড়ানো হয়েছে ১০ শতাংশ। ৫৯২.৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হিসেব বলছে, ২০১৫-১৬ থেকে বাজেট বেড়ে হয়েছে দ্বিগুণ। হিসেব করে দেখা গিয়েছে, প্রত্যেকদিন মোদীর এসপিজি নিরাপত্তার জন্য খরচ হচ্ছে ১.৬২ কোটি টাকা, অর্থাৎ প্রতি ঘণ্টায় ৬.৭৫ লক্ষ টাকা এবং মিনিটে ১১,২৬৩ টাকা খরচ হয়।👇👇👇

উল্লেখ্য, আগে এসপিজি নিরাপত্তা পেতেন চার জন। গত বছরের নভেম্বরে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়। গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয়েছিল বলে সূত্রের খবর। প্রত্যেক দিনই নাকি নিয়ম ভাঙা হয়।👇👇👇


গত অগস্টে তুলে নেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নিরাপত্তাও। আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও ভিপি সিং-কেও এই নিরাপত্তা দেওয়া হয় না।
ইন্দিরা গান্ধীকে হত্যার পর ১৯৮৫ সালে এই এসপিজি গঠন করা হয়। প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়াই ছিল এই বাহিনীর মূল দায়িত্ব। ১৯৯১-তে রাজীব গান্ধীকে হত্যা করার পর পুরো পরিবারকেই এসপিজি প্রোটেকশন দেওয়া হয়।

১৯৯৯-তে অটল বিহারী বাজপেয়ী সরকার এসপিজি নিরাপত্তার বিষয়টি রিভিউ করা হয়। তন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, দেবে গৌড়া ও আইকে গুজরালের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এরপর ২০০৩ সালে বাজপেয়ী সরকার একটি নতুন আইন তৈরি করে, যাতে ১০ বছর অন্তর এই নিরাপত্তার মেয়াদ পুনর্বিবেচনা করা হয়। বিপদের মাত্রার উপর সেই বিবেচনার সময় কমানো বা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছিল। বাজপেয়ীকে মৃত্যু পর্যন্ত এই নিরাপত্তা দেওয়া হয়েছিল।

11 February 2020

১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মা, পরিণতি মর্মান্তিক

বয়সে ছোট যুবকের সঙ্গে বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়েছিলেন গৃহবধূ। 💓সম্পর্কের টানাপোড়েনের জেরে সেই প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হলেন প্রেমিক যুবক। 💔💔ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।👇👇👇👇




আত্মঘাতী প্রেমিকের নাম জয়ন্ত সিং। বয়স ২৪ বছর। বাড়ি ভাতারের খেড়ুর গ্রামের পালপাড়ায়। জানা গিয়েছে, অবিবাহিত জয়ন্ত সিংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে গড়ে উঠেছিল পম্পা রায়ের।👬 পাশের গ্রাম ছাদনি পশ্চিমপাড়ার বাসিন্দা পম্পা বয়সে জয়ন্তের থেকে ১১ বছরের বড়। ৩৫ বছরের বিবাহিতা পম্পা রায়ের এক ছেলে ও এক মেয়েও আছে।👩‍👦‍👦👇👇👇👇

এই নিয়ে বেশ কিছুদিন ধরেই যুগলের মধ্যে টানাপোড়েন চলছিল। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি ঘটে। জয়ন্ত সিংয়ের সঙ্গে সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাইছিলেন না পম্পা রায়। মেলামেশা বন্ধ করে দেন তিনি। অভিযোগ, এরপরই সোমবার সন্ধ্যায় তাঁকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান জয়ন্ত। ডেকে নিয়ে গিয়ে পম্পাকে শ্বাসরোধ করে খুনের পর, দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন।👇👇👇



তারপরই নিজেও আত্মঘাতী হন জয়ন্ত সিং। এদিন সকালে পুকুরে পম্পা রায়ের দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। অন্যদিকে বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় জয়ন্ত সিংয়ের ঝুলন্ত দেহ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিস। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডবল ধামাকা কেজরিওয়ালের ঘরে, কেক কাটলেন স্ত্রী-র সঙ্গে

নয়াদিল্লি: একেই কি বলে কাকতালীয়! ইতিমধ্যেই আপ দলের কর্মী-সমর্থকরা উৎসবে মেতেছেন। দিল্লিতে ঝাড়ু ঝড়ের দিনে জোড়া খুশির খবর আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জন্য। ভোটের ফল প্রকাশের দিনেই তাঁর পত্নী সুনীতা কেজরিওয়ালের জন্মদিন। এবার ৫৪ বছরে পা দিলেন তিনি।ইতিমধ্যে কেজরি-পত্নীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন আপ কর্মী সমর্থকেরা। স্ত্রী’র জন্মদিন একদিকে যেমন কেজরিওয়ালের জন্য খুশির দিন, তেমনই ভোটের ফল গণনার যা ট্রেন্ড তাতে কেজরিওয়ালের মুখের হাসি চওড়া হতে বাধ্য। ভোটের প্রচারে বারেবারে নিজের কাজের ওপরেই জোর দিয়েছেন কেজরিওয়াল। সেই কাজই হাসি ধরে রেখেছে কেজরিওয়ালের মুখে।

উল্লেখ্য, ভোটের প্রচারে অর্ধাঙ্গিনীর মতোই কেজরিওয়ালের পাশে থেকেছেন তার স্ত্রী সুনীতা। যখন বিজেপির তরফ থেকে কেজরিওয়ালকে ‘সন্ত্রাসবাদী’ বলা হয়, তখন তার বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছিলেন সুনীতা কেজরিওয়াল। আপ-কে ভোটে জয়যুক্ত করতে নিজের চেষ্টার কোনও ত্রুটি করেননি তিনি। বাড়ির দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন আম আদমি পার্টি-র জন্য।ইতিমধ্যেই ভোটের যেটুকু ফলাফল সামনে এসেছে তা থেকে একটা ব্যাপার স্পষ্ট, যে হ্যাট্ট্রিকের পথে কেজরির দল। এই প্রতিবেদন লেখার সময় নির্বাচনী ফলাফলে ৭০ টির মধ্যে বিজেপি এগিয়ে মাত্র ৮ টিতে, অন্যদিকে আপ এগিয়ে ৬২ টি আসনে। কংগ্রেসের ঝুলিতে সংগ্রহ শূন্যই।

সুনীতা দেবীকে শুভেচ্ছা জানিয়ে জন রেহান নামে এক নেটিজেন সোশ্যাল মাধ্যমে লিখেছেন, ‘জন্মদিন সেলিব্রেট করার জন্য কী দারুণ একটা দিন! সুনীতা ম্যামকে জানাই হ্যাপি বার্থ ডে।’
অন্যদিকে এদিন সকাল থেকেই কার্যত ফাঁকা দিল্লিতে বিজেপির সদর দফতর। এর মধ্যে বিজেপির অফিসের বাইরে একটি হোর্ডিং দেখা যায়, ‘জয়ে আমরা অহংকারী হই না। পরাজয়ে আমরা নিরাশ হই না।’ হোর্ডিংয়ের একাংশে বড়বড় করে রয়েছে অমিত শাহের ছবি। এক ঝলকে দেখে মনে হচ্ছে, অমিত শাহই যেন এমনটাই বলছেন।

10 February 2020

নাইট ডিউটি করে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার

স্থানীয় সূত্রে জানা যায় সুরুলিয়া এলাকায় একটি ট্রাক নয়ানজুলিতে উল্টে যায় । উল্টে যাওয়া ট্রাকের তলায় চাপা পড়ে এক সাইকেল আরােহী । পাশে সাইকেল পড়ে থাকা দেখে স্থানীয়রা অনুমান করে এবং বেলডাঙ্গা থানায় খবর দেয় । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেলডাঙা থানায় নিয়ে আসে । পরিবার সূত্রে জানা যায় মৃত হায়দার আলী পেশায় | সিভিক পুলিশের কাজ করত বেলডাঙ্গা থানায় | এদিন ডিউটি সেরে বাড়ি যাওয়ার পথে ঘটনাটি ঘটে । দুটি বাচ্চা সহ ছয়জনের পরিবারে একমাত্র ইনকামি ছিল হায়দার আলী । তার এই অকাল মৃত্যুতে হতাশায় ভেঙে পড়েছে পুরাে পরিবার । সহকর্মীকে হারিয়ে বেলডাঙা থানার সিভিক পুলিশদের মধ্যে একটি শােকের ছায়া নেমে আসে ।

৭৫ ইউনিট বিদ্যুৎ ফ্রী করল রাজ্য সরকার



রাজ্যে বিদ্যুতের বিল এবং পরিষেবা নিয়ে 
সাধারণ মানুষের মধ্যে অভিযোগের অন্ত নেই। বিরোধী শিবিরের দাবি, এরাজ্যে বিদ্যুতের বিল দেশের অনেক রাজ্যের তুলনায় অনেকটা বেশি। বিরোধীদের দাবি, এরাজ্যে বিদ্যুতের মাশুল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি। এ নিয়ে রাস্তায় নেমেও আন্দোলন করেছে বিজেপি। দ্বিতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এবার এই ইস্যুতে নজর দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। গরিব এ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর থেকে বিদ্যুৎ বিলের এই বোঝা কমাতে বড়সড় ঘোষণা করলেন তিনি



বাজেট বক্তৃতায় অমিত মিত্র বলেন, “গত ৮ বছরে আমরা রাজ্যে ৯৯.৯ শতাংশ বৈদ্যুতিকরণের মাধ্যমে উপভোক্তাকে বিদ্যুৎ সংযোগের আওতায় এনেছি। এছাড়া গরিব মানুষদের কম দামে বিদ্যুৎ সরবরাহ করেছি। কিন্তু, এঁদের মধ্যে যাঁরা অত্যন্ত গরিব, তাঁদের কম দাম সত্ত্বেও বিদ্যুতের খরচ মেটাতে খুব অসুবিধায় পড়তে হয়। এই ধরনের মানুষের সাহায্যের জন্য ‘হাসির আলো’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করছি।”



কিন্তু, কী আছে এই ‘হাসির আলো’তে? অমিত মিত্রর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্প গ্রামীণ বা শহরাঞ্চলে অত্যন্ত গরিব যাঁরা তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অর্থমন্ত্রী অমিত মিত্রর দাবি, এই প্রকল্পের ফলে অন্তত ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। এর জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা আর্থিক বরাদ্দ ঘোষণা করেছে।


প্রশ্ন হল, যাঁরা মাসে ৭৫ ইউনিটের বেশি খরচ করেন, তাঁদের জন্য কি আদৌ কোনও সুবিধা থাকছে। এখনও পর্যন্ত উত্তর, ‘না’। স্বাভাবিকভাবেই অর্থমন্ত্রীর এই ঘোষণায় মধ্যবিত্তের কোনও উপকার হবে না। কারণ, অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে থাকেন।

08 February 2020

কলা পাতা থেকে বিদ্যুৎ তৈরি,ভাগলপুরের এই ছাত্র, ডাক NASA থেকে


গোপাল তখন দশম শ্রেণীর ছাত্র। এক অসাধারণ আবিষ্কারে পুরস্কার পেয়েছিল সে। ফেলে দেওয়া কলা পাতা কিংবা কলা গাছের কাণ্ড থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে ভাগলপুরের গোপাল জি। জ্বালাতে পারে আলো। তাঁর একের পর এক আবিস্কারের গল্প এখন এখনও দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে গিয়েছে। কিন্তু, দেশের জন্য কাজ করতেই বেশি উৎসাহী ১৯ বছরের এই ছাত্র।









বর্তমানে সে শুধু একজন গবেষক হিসেবেই পরিচিত নয়, তাঁকে বিভিন্ন জায়গায় উৎসাহমূলক বক্তৃতা দেওয়ার জন্যও নিয়ে যাওয়া হয়। তার হাতে দুটি আবিস্কারের পেটেন্টও রয়েছে। স্কুলে থাকতেই তার এইসব আবিষ্কার তাক লাগিএ দিয়েছিল অনেককে। আপাতত বি টেক পড়ছে সে।








ভাগপুরের প্রত্যন্ত এলাকার ছেলে গোপাল। বাবা পেশায় কৃষক। চার ভাইবোনকে নিয়ে সংসার। সরকারি স্কুলেই পড়াশোনা করেছে। কিন্তু তার তুখোড় মস্তিষ্ক থেমে থাকেনি কখনও। মনের আনন্দেই করেছেন সেসব আবিষ্কার।
কিছুদিন আগেই তাইপেই-তে এক এক্সিবিশনে ১০টি দেশের স্টার্ট আপ সংস্থাকে ডাকা হয়। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন গোপাল। ক্লাস টেনে পড়তেই Inspire Award পায় সে। ২০১৭-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হন তিনি। ৫-১০ মিনিট কথা হয় দু’জনের। সেখান থেকে তাকে আমেদাবাদের National Innovation Foundation-এ কাজ করার সুযোগ দেওয়া হয়। সেখানে ৩-৪ রকমের আবিষ্কারের কাজে হাত লাগান তিনি।






এমনকি আমেরিকা থেকেও বিজ্ঞানীরা এসে দেখা করে গিয়েছেন তার সঙ্গে। ডাক পেয়েছে নাসা থেকেও। কিন্তু তার ইচ্ছা ভারতের মাটিতেই কাজ করে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার।
আপাতত বিভিন্ন জায়গায় ডাক পড়ছে উৎসাহমূলক বক্তৃতা দেওয়ার জন্য। স্কুল পড়ুয়াদের বিজ্ঞানের আবিষ্কারে উৎসাহ দেওয়ার জন্য বক্তৃতা দিচ্ছে গোপাল। বি টেক পড়ার পাশাপাশি, আবিষ্কারের কাজও জারি আছে। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছে আছে গোপালের।
আপাতত দুবাইয়ের একটি কনফারেন্সের জন্য ডাক পেয়েছে গোপাল। সেই হবে মুখ্য বক্তা। এছাড়াও সিঙ্গাপুরেও আমন্ত্রণ রয়েছে তার।






আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল ।


অটোমেটিক সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল । শিয়ালদহ মেন শাখায় সিগন্যালিং কাজের জন্য বাতিল থাকবে প্রায় তিনশো লোকাল ট্রেন ৷ এর ফলে দুর্ভোগ পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের ৷ রবিবার দুপুর ১২টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চলবে সিগন্যালিংয়ের কাজ ৷ তারপরই স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা ৷
শিয়ালদহ নর্থ জানিয়েছে, এই আটদিন বাতিল থাকবে আপ ও ডাউন মিলিয়ে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল,  ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বেশ কিছু ট্রেন ৷ শুধু লোকাল নয়, ব্যাহত হবে এক্সপ্রেস ট্রেন পরিষেবাও ৷ এই সময়ের মধ্যে কলকাতা-পটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস চলবে ঘুরপথে ৷

07 February 2020

গুলি করে হত্যা মহিলা পুলিশ অফিসারকে !


আজ, শনিবার রাজধানীতে চলছে ভোটগ্রহণপর্ব ৷ ঠিক তার আগের রাতেই উত্তর-পশ্চিম দিল্লির একটি মেট্রো স্টেশনের সামনে এক মহিলা পুলিশ কর্মীকে গুলি করে মারল দুষ্কৃতীরা ৷
নিহত মহিলা পুলিশকর্মীর নাম প্রীতি আহলাওয়াত বলে জানা গিয়েছে ৷ তিনি পূর্ব দিল্লির পতপরগঞ্জ শিল্পাঞ্চলের পুলিশ স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ৷ খুনের ঘটনাটি ঘটেছে রোহিনির এক মেট্রো স্টেশনের সামনে ৷ নিহত পুলিশকর্মীর বয়স ২৬ বলে জানিয়েছে পুলিশ শুক্রবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন সাব-ইনস্পেকটর প্রীতি ৷ তখনই তাঁর উপর হামলা হয় ৷ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় ৷ সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছে পুলিশ ৷ তাদের খোঁজ চলছে ৷ হরিয়ানার মেয়ে প্রীতি ২০১৮-তে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন ৷

অবশেষে করোনাভাইরাস টিকা আবিষ্কার


চিন থেকে ছড়িয়ে করোনাভাইরাস দুনিয়াজুড়ে সৃষ্টি করেছে ত্রাস। চিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০০জনেরও বেশি মানুষের। আক্রান্ত ছাড়িয়েছে ৩০ হাজার। সেই করনোভাইরাসের টিকা আবিস্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা।
       
চিনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাঁদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গতসপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে।
     
অস্ট্রেলিয়ার গবেষণাগারের Dangerous Pathogens দলের নেতৃত্বে রয়েছে এসএস ভাসন। তিনি বলেন,''দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তাঁরা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।'' জানা গিয়েছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের। 
ADVERTISEMENT
Learn More
চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। করোনার বলি ঠিক কত? ৬৩৪ না ২৫ হাজার? ক্রমেই বাড়ছে ধন্দ। কারণ চিনেরই একটি সংস্থার রিপোর্ট। টেনসেন্ট নামে ওই সংস্থার রিপোর্ট বলছে, নোভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। অথচ বেজিং সরকার দাবি করছে, সংখ্যাটা মাত্র ৬৩৪। আক্রান্তের সংখ্যার হিসেবেও বিস্তর ফারাক। টেনসেন্ট বলছে, সংক্রমিত অন্তত দেড় লক্ষ। তাইওয়ানের এক সংস্থার কথায়, অনিচ্ছাকৃত ভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে টেনসেন্ট। সত্যিই কি অনিচ্ছাকৃত ভুল? তুঙ্গে জল্পনা।

মেয়েদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ ! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব ঘিরে জোর বিতর্ক

সৌজন্যে:- news18 বাংলা বিতর্কে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি র...